যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া উত্তেজনায় নতুন মাত্রা
নতুন মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া উত্তেজনা। কোরীয় উপকূলে মোতায়েন মার্কিন রণতরী রওয়ানা করেছে অস্ট্রেলিয়ার দিকে। তবে এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
বুধবার সুন্দা প্রনালী পার হয়ে ভারত মহাসাগরে অবস্থান করছে জাহাজ বহরটি। পরে এটির পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থান নেয়ার কথা রয়েছে। তবে এর আগে এশিয়া সফরে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, উত্তর কোরিয়াকে ধ্বংসাত্মক জবাব দিতে তৈরি যুক্তরাষ্ট্র।
আর গত ৮ এপ্রিল কোরিয়া উপকূলে রণতরী মোতায়েনের কথা জানায় পেন্টাগন। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়াকে ভয় দেখানোর জন্যই জাহাজ মোতায়েনের কথা জানিয়েছিলো ওয়াশিংটন।