রূপালি পর্দায় আসছে জয়া আহসানের 'দেবী'
বইয়ের পাতা থেকে রূপালি পর্দায় আসছে কথার জাদুকর হুমায়ুন আহমেদের সৃষ্ট অনবদ্য চরিত্র 'মিসির আলী'।
সরকারি অনুদানে তৈরি দেবী ছবিতে দর্শক খুঁজে পাবে চরিত্রটি। অনম বিশ্বাস পরিচালিত ছবির নাম ভুমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদের সৃষ্ট এক অনবদ্য চরিত্র।বইয়ের পাতা থেকে রূপালি পর্দায় আসছে রহস্যময় এই চরিত্র। ২০১৫-১৬ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া দেবী ছবিতে দর্শক খুঁজে পাবে এই চরিত্রকে। জয়া আহসানের প্রযোজনায় ছবিতে মিসির আলীর ভুমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
ছবি মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও আলোর মুখ দেখেছে দেবী ছবির ট্রিজার। ধ্রুপদী এই অভিনেত্রী বলেন, বড় পর্দায় হুমায়ুন আহমেদের জনপ্রিয় এই চরিত্রকে উপস্থাপন ছিলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ।দেবী পরিচালনা করেছেন অনম বিশ্বাস।