Save

Save

নতুন বছরে আসছে বলিউডের আলোচিত কিছু চলচ্চিত্র

শুধু ঢালিউডেই নয় নতুন বছরে আলোর মুখ দেখার অপেক্ষায় বলিউডের বেশকিছু আলোচিত চলচ্চিত্র।

যেখানে আছে শাহরুখ, সালমান, আমির খান থেকে শুরু করে অক্ষয় কিংবা অজয় দেবগনের ছবি। পুরনোদের পাশাপাশি এবার বি টাউনে অভিষেক ঘটবে সাইফ কন্যা সারা আর শ্রীদেবী কন্যা জানভির। এবার গল্পটা তাই বলিউডের।  

এদিকে, সিকুয়ালের দৌড়ে রয়েছে, বাগি টু, টোটাল ধামাল, আর নামাস্তে ইংল্যান্ডও। পাশাপাশি দর্শকের জন্য বাড়তি এক্সাইটিং রেস চলচ্চিত্রের তৃতীয় কিস্তিতে সালমান খানের অ্যাকশন মুভ। করন জোহরের স্টুডেন্ট অব দি ইয়ার টু -এর অ্যাডমিশন ওপেনও হবে এই বছরেই। 

এছাড়া, মাস্ট ওয়াচের তালিকায় আসে জ্যাকুলিন ও সুশান্তের ড্রাইভ, সাইফ আলি খানের চলচ্চিত্র কালাকান্দি, আর কারিনা কাপুর খান, সোনমা কাপুরের ভির দি ওয়েডিং। অন্যদিকে, বছরের সেরা ছবির তকমা পেতে পারে আর বক্স অফিস কালেকশনেও লাগিয়ে দিতে পারে হাঙ্গামা।  অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফের "ঠাগস অব হিন্দুস্তান।

শুধু ছবি নয় নতুন বছরে নতুন তারকাও পাবে বলিউড। ধাদাক চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে শ্রীদেবীর মেয়ে জানভি কাপুরের। আর এবছর শেষেই কেদারনাথে অভিষেক হবে সাইফ কন্যা সারা আলি খানেরও। নতুনের সাথে এবছর ফিরবে কিছু পুরোনো মুখও। রানী মুখার্জির "হিচ্চকি" প্রেক্ষাগৃহ আসবে ২০১৮-তেই। রিয়েল লাইফ থেকে রিল লাইফেও এবছরে উঠে আসবে কিছু গল্প। বায়োপিকের কাতারে রয়েছে রণবীর কাপুর অভিনিত সঞ্জয় দত্তের বায়োপিক, সমাজ কর্মী অনুরাচল মুরগানাথামের জীবনের গল্প নিয়ে নির্মিত ছবি প্যাড ম্যানও। 

 

চ্যানেল 24

387 South, Tejgaon I/A
Dhaka-1208, Bangladesh
Email: newsroom@channel24bd.tv
Tel: +8802 550 29724
Fax: +8802 550 19709

Save

Save

Like us on Facebook
Satellite Parameters
Webmail

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save