Save

Save

শুরু হল বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব

প্রথমেই সুর-যন্ত্র-গান। শুরু হয়েছে ৫ দিন ব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব। যদিও উৎসব ঘিরে ছিলো নানা আলোচনা।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানীর আবাহনী মাঠে বসেছে উপমহাদেশের উচ্চাঙ্গ সঙ্গীতের সবচেয়ে বড় এই আসর। যেখানে মঙ্গলবার শীতের রাতে সুরের খেয়ায় ভাসলেন সংগীত প্রেমীরা। পৌষের রাত শীতের হিমেল হাওয়া সুরযন্ত্রে সুর ওঠে সুর নামে। আর এমন মুর্ছনা ছড়িয়ে পড়ে রাজধানীর আবাহনী মাঠ জুড়ে। এভাবেই শুরু হয় বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের ষষ্ঠ আসর।

প্রথম সন্ধ্যায় কাজাখস্তানের ৫৮ সদস্যের আস্তানা সিম্ফনি ফিলহারমনিক অর্কেস্ট্রার সাথে সুরের রেশ ছড়ান ড. এল সুব্রামানিয়াম। এবারই প্রথম এই বেহালার সম্রাটের সাথে পুরোদস্তর অর্কেস্ট্রার সুরের মেলবন্ধন। এর আগে উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উপস্থিত ছিলেন, সংস্কৃতিমন্ত্রী, ভারতের হাইকমিশনারসহ বিশিষ্টজনরা। 

সন্ধ্যায় সুর-তাল-লয়ের বৈচিত্রময় ধ্রুপদি পরিবেশনায় ডুব দেন সংগীত প্রেমীরা। ভোররাত পর্যন্ত চলা সুরের এমন আসরে খেয়াল গেয়ে মুগ্ধতা ছড়ান বিদুষী পদ্মা তালওয়ালকার, সুপ্রিয়া দাশ ও বেঙ্গল পরস্পরা সংগীতালয়। এছাড়া বাঁশি ও সেতারে যন্ত্রসংগীত পরিবেশন করেন রাকেশ চৌরাসিয়া ও পূর্বায়ণ চট্টোপাধ্যায়।

 

 

চ্যানেল 24

387 South, Tejgaon I/A
Dhaka-1208, Bangladesh
Email: newsroom@channel24bd.tv
Tel: +8802 550 29724
Fax: +8802 550 19709

Save

Save

Like us on Facebook
Satellite Parameters
Webmail

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save