Save

Save

মুক্তি প্রতীক্ষিত বলিউডের আলোচিত-সমালোচিত ছবি 'পদ্মাবতী'

মুক্তি প্রতীক্ষিত বলিউডের আলোচিত-সমালোচিত ছবি, 'পদ্মাবতী'। ১৬০ কোটি রুপি বাজেটের সিনেমাটির নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তার বিরুদ্ধে কর্ণি সেনা-সহ বিজেপির অনেক নেতার অভিযোগ, ছবিতে রানি পদ্মাবতীকে নেতিবাচকভাবে উপস্থাপন করেন তিনি। তবে, সঠিক ইতিহাস তুলে ধরার দাবি নির্মাতার। এ নিয়ে সম্প্রতি একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন বানসালি।

কখনো সেটে কর্ণি সেনাদের হামলা, রঙ্গোলি লণ্ডভণ্ড, কখনোবা পোস্টার ও দামি পোশাকে আগুন। তবে এটা রূপালি পর্দার কোনো দৃশ্য নয়, সেলুলয়েডের গল্প হলেও ঘটনাগুলো ঘটেছে বাস্তবে।

সঞ্জয়লীলা বানসালী পরিচালিত 'পদ্মাবতী' নির্মানের ঘোষনার পর থেকেই ছবিটি আছে খবরের শিরোনামে। ছবিতে রানী পদ্মবতীর চরিত্রকে হেয় করা হচ্ছে; এমন অভিযোগে বারবার রাজপুত কর্নি সেনাদের তোপের মুখে পড়েছে; পদ্মাবতী টিম।

চিত্তোরের সাহসী ও দৃঢ়চেতা; রানী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে যিনি করেন আত্মহত্যা। এর পর স্বামী মহারাজা রতন সিংকে হত্যা করে চিত্তোরের দুর্গ দখল করে, আলাউদ্দিন খিলজি।

নেতিবাচক এই খিলজির চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ। আর শহীদ কাপুর আছেন রাজা রতন সিংয়ের ভুমিকায়।

১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে পদ্মাবতী। তবে তার আগেই রাজস্থানসহ ভারতের তিনটি রাজ্যে সিনেমাটি মুক্তির বিরুদ্ধে জনরোষ ক্রমেই বাড়ছে। এমন বাস্তবতায় পদ্মাবতীর জন্য প্রায় ১৬০ কোটি রুপির বীমা করেছে; ছবির প্রযোজনা সংস্থা।

ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবিটির বাজেট ১৬০ কোটি রুপি।

Last modified on 12-11-2017 04:04:43 PM

চ্যানেল 24

387 South, Tejgaon I/A
Dhaka-1208, Bangladesh
Email: newsroom@channel24bd.tv
Tel: +8802 550 29724
Fax: +8802 550 19709

Save

Save

Like us on Facebook
Satellite Parameters
Webmail

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save