ইয়াবা চোরাচালান ঠেকাতে নাফ নদীতে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা-ভাবনা
ইয়াবা চোরাচালান ঠেকাতে নাফ নদীতে জেলেদের মাছ ধরায়, নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা চলছে। সকালে চট্টগ্রামে র্যাব-সেভেন আয়োজিত মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে এ কথা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মন্ত্রী বলেন, মাদকের আগ্রাসনে ধবংস হয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম। মাদককে রুখতে না পারলে উন্নত বাংলাদেশের রুপকল্প স্বপ্নই থেকে যাবে। এজন্য সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুধী সমাবেশে উঠে আসে মাদকের ভয়াবহ আগ্রাসনের বিষয়টি। এতে, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক-ধর্মীয় নেতারা নানা শ্রেনী পেশার মানুষ তাদের বক্তব্যে, তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের উৎসমুখ বন্ধের দাবি জানান।