রোহিঙ্গা পরিবারকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি প্রত্যাখ্যান
প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম রোহিঙ্গা পরিবারকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ও জাতিসংঘ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-UNHCR ও বাংলাদেশের শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কালাম আজাদের বরাত দিয়ে আজ এ খবর প্রচার করেছে, বিবিসি ও সিএনএন। নেপিদো প্রশাসনের প্রচারণাকে "প্রহসন" বলছেন, আবুল কালাম আজাদ। শনিবার কথিত ওই রোহিঙ্গা পরিবারকে জাতীয় পরিচয়পত্র দেয়ার দাবি করে মিয়ানমার প্রশাসন। মিয়ানমারের এমন আচরণকে "দুর্ভাগ্যজনক ও অযাচিত" বলে মন্তব্য করেছেন সাবেক জাতিসংঘ কর্মকর্তা আসিফ মুনীর।