Save

Save

আগামী নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের শঙ্কা

নতুন-পুরনো মিলে বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা ১১ লাখের বেশি। এরমধ্যে অনেকেই নানাভাবে মিশে গেছে, স্থানীয়দের সাথে। অনেকে হয়েছেন জনপ্রতিনিধিও। তাই আশংকা বাড়ছে, আগামী সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার নিয়ে। তেমন হলে, তা স্থানীয় রাজনীতির নানা হিসাব-নিকাশ পাল্টে দেবে বলে মনে করেন, পর্যবেক্ষকরা।

নানা নিপীড়নের মুখে রোহিঙারা বড়দাগে বাংলাদেশে আসতে শুরু ১৯৭৮ সাল থেকে। এরপর গেল ৭ দশকে যারা এসেছে তাদের একটি অংশ মিশে গেছে বাংলাদেশের মূল জনস্রোতে।    

মিয়ানমার বংশোদ্ভূত অনেক রোহিঙা যেমন এদেশের ভোটার হয়েছেন, তেমনি হয়েছেন জন্মসূত্রেও। যাদের কেউ কেউ হয়েছেন জনপ্রতিনিধিও। যে সংখ্যা শতাধিক। বর্তমানেও আছে ২০ থেকে ৩০ জনের মতো।   

গবেষকরা বলছেন, রোহিঙা জনপ্রতিনিধিরা বরাবরই নিজ সম্প্রদায়ের মানুষজনকে এখানকার নির্বাচনে নানাভাবে সম্পৃক্ত করে। সেইসাথে অপতৎপরতা চালায় বিভিন্ন রাজনৈতিক দল আর স্থানীয় জনপ্রতিনিধিরাও।

ইতোমধ্যে বইতে শুরু করেছে একাদশ জাতীয় নির্বাচনের হাওয়া। অনেকের মতো এই বিশ্লেষকেরও আশংকা, এবার সবচেয়ে বেশি আসা রোহিঙাদের বড় একটি অংশ ব্যবহার হতে পারে আগামী নির্বাচনে।

তবে বড় দুই রাজনৈতিক দলের দাবী, নির্বাচনে রোহিঙাদের ব্যবহারের সুযোগ নেই। এ ব্যাপারে তারা আগ্রহীও নয়।

রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে যাই বলুক, ভেতরে ভেতরে রোহিঙাদের নির্বাচনী কাজে ব্যবহারের চেষ্টা করবেই-এমন মত বিশ্লেষকদের।

Last modified on 15-11-2017 02:06:23 PM

চ্যানেল 24

387 South, Tejgaon I/A
Dhaka-1208, Bangladesh
Email: newsroom@channel24bd.tv
Tel: +8802 550 29724
Fax: +8802 550 19709

Save

Save

Like us on Facebook
Satellite Parameters
Webmail

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save