Save

Save

নানা সংকটে নওগাঁ ও নাটোরের আশ্রয়ণ প্রকল্প

নিম্ন আয়ের মানুষদের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য নওগাঁ ও নাটোরে করা হয় আশ্রয়ণ প্রকল্প।

দেয়া হয় বসবাসের সব ব্যবস্থা। কিন্তু দীর্ঘদিন সেখানে মেরামত না হওয়ায় বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। স্থানীয়রা চান, সরকারের সুদৃষ্টির। যদিও ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কারে বসবাসকারীদের উদ্যোগ নেয়ার পরামর্শ প্রশাসনের। ১৯৯৮ সালে নওগাঁর খঞ্জনপুরে অতি দরিদ্রদের বসবাসের ব্যবস্থা করে সরকার। এরপর পেরিয়েছে ২০ বছর। কিন্তু নেয়া হয়নি কোন সংস্কারের উদ্যোগ। অধিকাংশ ঘরের টিনে মরিচা পড়ে ছিদ্র হয়ে গেছে। 

একই জেলার লাগুয়ায় ২০০৪ সালে নির্মান করা হয় আরেকটি দরিদ্র আবাসন প্রকল্প। নানা সংকটে ভোগান্তিতে এখানকার মানুষগুলোও। এগারো বছর আগে নাটোরের সাতটি উপজেলায় ৫০টি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়। সেখানেও একই জরাজীর্ন অবস্থা। ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কারে বসবাসকারীদের উদ্যোগ নেয়ার পরামর্শ জেলা প্রশাসকের। নাটোরের সাতটি উপজেলায় নিম্ন আয়ের প্রায় ১০০০ পরিবারের বসবাসের ব্যবস্থা করে দেয় সরকার। আর নওগাঁর দুই প্রকল্পে প্রায় ঠাঁই হয় সাড়ে চারশ পরিবারের মাথা গোঁজার।

চ্যানেল 24

387 South, Tejgaon I/A
Dhaka-1208, Bangladesh
Email: newsroom@channel24bd.tv
Tel: +8802 550 29724
Fax: +8802 550 19709

Save

Save

Like us on Facebook
Satellite Parameters
Webmail

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save