Save

Save

ভিত্তিপ্রস্তর স্থাপন আর প্রতিশ্রুতির মধ্যেই থেমে আছে বগুড়ার উন্নয়ন

ভিত্তিপ্রস্তর স্থাপন আর প্রতিশ্রুতির মধ্যেই থেমে আছে বগুড়ার উন্নয়ন। বিভিন্ন সময়ে প্রকল্পের পরিকল্পনা করা হলেও তা আর বাস্তবে রূপ পায়নি। শিল্প থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা উন্নয়নমূলক প্রকল্পগুলো মুখথুবড়ে পড়ে আছে বছরের পর বছর। এতে ক্ষুব্ধ স্থানীয়রা।

বিভিন্ন সময়ে নানামুখী উন্নয়ন প্রকল্প নেয়া হয় বগুড়ায়। কিন্তু তার অনেকগুলোই আলোর মুখ দেখেনি।

১৯৮০ সালে সাড়ে পনেরো একর জায়গা অধিগ্রহণ করা হয় ভারী শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য। কিন্তু ৩৮ বছরেও এর কাজ শুরু হয়নি। ফুলদিঘীতে সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে, ১৯৯৫ সালে আঞ্চলিক টেলিভিশন কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হলেও তাও থেমে আছে।

বগুড়ায় ২০০১ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মানণের জন্য আইস করা হয়েছিলো। কিন্তু সেটি এখনও কাগজে-কলমে। রাস্তা সম্প্রসারণ, বহুতল বিপণীবিতানসহ নানা কর্মকাণ্ড আলোর মুখ দেখেনি। ফলে এ নিয়ে হতাশ বগুড়ার মানুষ।

জেলা প্রশাসক বলছেন, থেমে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আবারও যোগাযোগ করা হবে।

শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা আশ্বাস নয়, উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দেখতে চায় বগুড়ার জনগণ।

চ্যানেল 24

387 South, Tejgaon I/A
Dhaka-1208, Bangladesh
Email: newsroom@channel24bd.tv
Tel: +8802 550 29724
Fax: +8802 550 19709

Save

Save

Like us on Facebook
Satellite Parameters
Webmail

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save