রাজধানীর শান্তিবাগে ১৭ নম্বর লেনের পরিবেশ দুর্বিষহ
রাজধানীর শান্তিবাগে ১৭ নম্বর লেনের গলিতে সুয়ারেজ লাইন সংস্কারের কাজ বন্ধ হয়ে গেছে শুরু হবার পরপরই। এতে জায়গাটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। দুর্গন্ধে দুর্বিষহ হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয় কাউন্সিলরের অভিযোগ, কিছু নির্দিষ্ট লোকের কারণেই বন্ধ আছে কাজ। বিষয়টিতে গুরুত্ব দিতে মেয়রের প্রতি আবেদনও জানান তিনি।
রাজধানীর শান্তিবাগের ১৭ নম্বর লেনের মোমেনবাগ গলি। এই গলিতে প্রবেশ এবং বের হবার একটি মাত্র রাস্তা এটি। এই রাস্তার দুই পাশে আছে কয়েকটি বহুতল ভবন, কাচাপাকা বাড়িসহ দোকানপাট।
রাস্তায় সুয়ারেজ লাইন সংস্কারের জন্য গেলো বছরের জুলাইয়ে এসব পাইপ রাখা হয় রাস্তার উপর। তখন থেকেই শুরু হয় ভোগান্তি।
রাস্তা কেটে পুরানো পাইপ উঠিয়ে নতুন পাইপ বসানোর কাজ শুরু হয় এবছরের ফেব্রুয়ারিতে। আর হঠাৎ করেই ৪ মার্চ কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। দুদিন পর কাজ শুরু হলেও পরদিন আবারো বন্ধ হয়ে যায়।
কাজ বন্ধ রাখায় ৪০ ফুট রাস্তার কাটা অংশে ময়লা পানির দুর্গন্ধে দুর্বিষহ এলাকার পরিবেশ। এছাড়া রাস্তায় চলাচলও এখন ঝুঁকিপূর্ণ।
এবিষয়ে যোগাযোগ করা হলে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জানান, স্থানীয় কিছু দুর্বৃত্তের জন্য কাজ বন্ধ আছে। তবে এবিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।
এমন পরিস্থিতিতে শান্তিবাগ এলাকায় এখন অশান্তির শেষ নেই। স্থানীয়রা এবিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও দুজন জানালেন অবস্থার দ্রুত অবসান চায় সবাই। কবে এই অচলাবস্থার দূর হবে এমন প্রশ্নের উত্তর কাউন্সিলর বললেন, বিষয়টি দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে জানানো হবে।