অবশেষে বাংলাদেশে নাগরিকত্ব পাচ্ছেন ব্রিটিশ নাগরিক লুসি হল্ট
অবশেষে নাগরিকত্ব পাচ্ছেন ৫৭ বছর ধরে বাংলাদেশে থাকা ব্রিটিশ নাগরিক লুসি হল্ট।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। দুপুরে নগরীর অক্সফোর্ড মিশনে লুসি হল্টের বাসভবনে যান জেলা প্রশাসক। এসময় বাংলাদেশের নাগরিক হওয়ায় লুসি হল্টকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান তিনি। জেলা প্রশাসক জানান, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে লুসির নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বাকি প্রক্রিয়া শেষ হতে আরও কয়েকদিন সময় লাগবে। নাগরিকত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লুসি হল্ট। তিনি বলেন, মানবসেবায় কাজ করে যেতে চান তিনি।