কুমিল্লায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতরাতে আধিপত্য বিস্তার নিয়ে রহিমপুর গ্রামে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফারুক ও সাইদুর নামে দুজন নিহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এদিকে, গতকাল চট্টগ্রামে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষের ঘটনায় মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৯ জনের নামে দুটি মামলা হয়েছে।