দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সময় যারা দুর্গত মানুষের পাশে থাকে, তাদের অন্যতম ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপি। কিন্তু, অভিযোগ রয়েছে, এসব কমিটির সদস্যদের দেখা যায় কেবল দুর্যোগের সময়ই। তাদের জন্য নেই উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা। যদিও এ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির দাবি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরও সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার।