সিডরের ১০ বছর পরও বাগেরহাটের শরণখোলায় নির্মিত হয়নি বেড়িবাঁধ
ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার ১০ বছরেও নির্মাণ হয়নি, বাগেরহাটের বলেশ্বর নদীতীরে বেড়িবাঁধ। গেলো বছর বিশ্বব্যাংকের সহায়তায় বাঁধ নির্মাণের জন্য কাজ শুরু হলেও, নদী শাসন না করায়, বারবারই তা ভেঙে যাচ্ছে। তাই নদী শাসনের জন্য নতুন করে বরাদ্দের দাবি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
২০০৭ সালের ভয়াবহ ঘূর্নিঝড় সিডরে লন্ডভন্ড হয়ে যায় বাগেরহাটের শরনখোলা উপজেলার সাউথখালীসহ বিভিন্ন ইউনিয়ন। সরকারি হিসাবে, কেবল এই ইউনিয়নেই নিহত হয় ৯ শতাধিক মানুষ। যদিও বেসরকারি হিসাবে, এই সংখ্যা প্রায় তিন হাজার। ভয়াবহ এই বিপর্যয়ের পর থেকেই স্থানীয় মানুষের প্রধান দাবি ছিল, বলেশ্বর নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ।
কিন্তু ১০ বছরেও পূরণ হয়নি সেই দাবি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে নদী তীরবর্তী মানুষ। সেইসাথে বেড়িবাঁধ নির্মাণের জন্য অধিগ্রহন করা জমির টাকাও অনেকে পাননি বলে অভিযোগ করেছেন।
তবে, জমি অধিগ্রহনের টাকা যারা পাননি, তাদের টাকা শিগগিরই দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বলেশ্বর নদীতীরে বেড়িবাঁধ নির্মাণের কাজ ২০১৯ সালে জানুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে।