শিক্ষকদের নিয়মিত না আসার অভিযোগ মানিকগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ে
অনিয়ম, অব্যবস্থাপনা আর কর্তৃপক্ষের উদাসীনতার মধ্য দিয়ে চলছে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম। অভিযোগ রয়েছে, প্রতিটি স্কুলে একাধিক শিক্ষক থাকলেও, নিয়মিত আসেন না তারা। আবার যারাও আসেন, সব ক্লাস না নিয়েই চলে যান। আর মাসিক ৩ হাজার টাকার চুক্তিতে কলেজপড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে চলে পাঠদান। এমন পরিস্থিতিতে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা।
৭ নভেম্বর, মঙ্গলবার দুপুর দেড়টা। খাঁ খাঁ করছে, মানিকগঞ্জের দৌলতপুরের ৩১ নং যমুনা চরকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অথচ সরকারি বা স্কুলের কোনো ছুটির দিন নয় এটি।
আরও অবাক করার বিষয় হলো, হাজিরা খাতায় বিকেল ৪টা পর্যন্ত ক্লাসের ঘরে সই রয়েছে, শিক্ষকের। প্রায় প্রতিদিনই ঘটছে এমনটি। এছাড়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেয়ারও অভিযোগ রয়েছে। এমন অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে চরাঞ্চলের প্রায় সব স্কুলে।
স্কুলগুলোর শিক্ষা কার্যক্রমে অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন, অভিযোগের প্রমাণ পেলে, যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নের ৩৬ টি প্রাথমিক বিদ্যলয় চর এলাকায়।