যানবাহনের চাপে অস্থির শহরে পরিণত হয়েছে রংপুর
যানবাহনের চাপে অস্থির শহরে পরিণত হয়েছে রংপুর। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা থেকে অতিষ্ঠ নগরবাসী। সিটি কর্তৃপক্ষের উদাসিনতা আর ঘুষ বাণিজ্যের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ সুশীল সমাজের।
গিজগিজ করছে রিকশা ও ব্যাটারী চালিত অটোরিকশা। হাত আর লাঠি দিয়ে এই যানবাহন নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশ। এ দৃশ্য রংপুর নগরীর ব্যস্ত শহরের।
শহরের সব পথই বন্ধ হয়ে আছে অবৈধ যানবাহনে। কাঙ্খিত গন্তব্যে যেতে লাগছে ঘন্টার পর ঘন্টা অতিরিক্ত সময়।
করপোরেশনের হাজিরহাট, বুড়িরহাট থেকে শুরু করে মডার্ণ মোড় ও সাতমাথা পর্যন্ত ২০, ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের প্রধান দশ সড়কসহ অলিগলিতে চলছে এই বাহন। নিয়মে তোয়াক্কা না করেই রাস্তায় নামছে আরো নতুন বাহন। রেজিষ্ট্রেশন ও নবায়ন সহজে হয় বলে মালিকদের উপচে পড়ে ভীড় লেগেই থাকে নগরভবনে।
অনিয়ন্ত্রিত এসব যানবাহন সামলাতে প্রতিমূহুর্তেই হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে।
রংপুর শহরে বৈধ ও ব্যাটারী চালিত অটোরিকশা আছে পাঁচ হাজার। আর অবৈধ ভাবে চলছে প্রায় ৩০ হাজার।
প্রয়োজনীয় নীতি মালার অভাবে রংপুর যানজটের শহরে পরিণত হয়েছে বলে মনে করেন সুশীল সমাজ।