ঢাকা   বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শা’বান ১৪৪৬

প্রকাশিত: ১৫:১৩, ০৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৫:১৯, ০৭ জানুয়ারি ২০২৪

হাসিনা মারে ভোট দিছি, কষ্ট হবে কেন?

প্রকাশিত : ১৫:১৩, ০৭ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৫:১৯, ০৭ জানুয়ারি ২০২৪

হাসিনা মারে ভোট দিছি, কষ্ট হবে কেন?

ছেলের কোলে ভোটকেন্দ্রে শতবর্ষী বৃদ্ধা টুকু বিবি

ছেলের কোলে চড়ে ভোট দিয়েছেন খুলনা-৪ আসনের তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের শতবর্ষী বৃদ্ধা টুকু বিবি। বার্ধক্যজনিত কারণে বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। পায়ে ভর দিয়ে চলাফেরা করতে পারেন না।

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছেলে রশীদ বিশ্বাসের কোলে চড়ে তেরখাদার ১ নম্বর আর বি আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন তিনি। পরে ভোট দিয়ে আপ্লুত শতবর্ষী টুকু বিবি বলেন, ভোট দিছি, ভোট দিয়ে ভালো লাগিছে। আমার মারে ভোট দিছি, হাসিনা মারে ভোট দিছি। মারে ভোট দিছি, কষ্ট হবে কেন?

টুকু বিবির ছেলে রশীদ বিশ্বাস বলেন, বার্ধক্যজনিত কারণে মা অসুস্থ, তাই তাকে কোলে নিয়ে ভোট দেয়াতে এসেছি। মা তো অসুস্থ, মার তো ভোট দিতেই হবে। ভোটের পরিবেশ খুব সুন্দর।

আরও পড়ুন: দ্বাদশ জাতীয় নির্বাচনের সারাদেশের সব খবর জানতে ক্লিক করুন

রশীদ বিশ্বাস বলেন, আমাদের ৯টা ভোটার। মা আর আমরা দুই ভাই ভোট দিয়েছি, বাকি ছয়টা ভোট দিতে পাঠাবো। 

সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

 

Advertisement

এএ

আরো পড়ুন  

×

Nagad sticky AD Feb 23