Save

Save

বন্যার প্রভাব রাজধানীর বাজারে

বন্যার প্রভাব পড়েছে, রাজধানীর বাজারে। সরবরাহ ঘাটতিতে, বেশিরভাগ শাক-সবজির দাম চড়া। এখনও নিয়ন্ত্রণে আসেনি চালের বাজারও। ক্রেতারা দুষছেন বিক্রেতাদের। আর বিক্রেতাদের অভিযোগের তির, মিলারদের দিকে। তবে, কমেছে চিনি, ডালসহ বিভিন্ন মসলার দাম।

উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কমতে শুরু করলেও যমুনা, ধরলা, ব্রহ্মপুত্রর পানি এখনও বিপৎসীমার উপরে। উন্নতি হয়নি উত্তরের বন্যা পরিস্থিতির। জামালপুরে পানি বইছে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে। সেই সাথে নতুন করে যমুনার পানি সিরাজগঞ্জের লোকালয়ে পানি ঢুকে পড়ছে।

দেশজুড়ে এমন বন্য পুরিস্থিতির প্রভাব পড়ছে রাজধানীতে। বিশেষত কাঁচা শাক সবজির অনেকটাই আকাল বাজারে। সরবরাহের অভাবে শশা বা কাঁচা মরিচের দাম একদিনে বেড়েছে ২০ টাকার বেশি।

তবে সুখবর, দাম কমেছে অধিকাংশ মুদি পণ্যের। ডাল- চিনির দাম ঈদের পর থেকে দফায় দফায় কমছিলো। এ সপ্তাহে চিনির দাম কমেছে আরেক দফা। তবে, কারণ ছাড়ায় লবনের দাম কিছুটা বাড়তি বলে জানিয়েছেন বিক্রেতারা।

আর শুল্ক কমানোর ঘোষণা বা চাল আমদানীর সিদ্ধান্ত, কোন কিছুই এখনও নিয়ন্ত্রনে আনতে পারেনি চালের বাজার। বরং, ক্রেতাদের অভিযোগ, এখনও বাড়তি দামেই কিনতে হচ্ছে এই নিত্য পণ্য। দাম না কমার কারণ হিসাবে, মিলারদেরকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা।

চালের মত নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্র সরাসরি বাজার তদারকির পরামর্শ দিয়েছেন অনেকেই।চ্যানেল 24

387 South, Tejgaon I/A
Dhaka-1208, Bangladesh
Email: newsroom@channel24bd.tv
Tel: +8802 550 29724
Fax: +8802 550 19709

Save

Save

Like us on Facebook
Satellite Parameters
Webmail

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save

Save