সংসদে ফের তোপের মুখে অর্থমন্ত্রী
আবারও সংসদে তোপের মুখে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সংসদ সদস্যরা বললেন, বাজেটে প্রস্তাবে যাই থাক, কোন কোন বিষয় শেষ পর্যন্ত টিকে থাকবে, তা নির্ধারণ করবেন তারাই। এই আলোচনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, অর্থমন্ত্রীকে কথা কম বলার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে সরকারের শরিক জাসদ-একাংশের নেতা মইনউদ্দিন খান বাদল প্রশ্ন তোলেন, সরকারের নেয়া মেগা প্রকল্পের যথার্থতা নিয়ে।
বাজেটের ওপর সাধারণ আলোচনায় এবার শুরু থেকেই সংসদ সদস্যদের তোপের মুখে অর্থমন্ত্রী।
প্রায় প্রতিদিনই, ব্যাংক আমানতে আবগারি শুল্ক বাড়ানো, সঞ্চয়পত্রের সুদের হার কমানো কিংবা ঢালাওভাবে ভ্যাট আরোপের বিরুদ্ধে কথা বলছেন সংসদ সদস্যরা। সোমবারের অধিবেশনে তারা মনে করিয়ে দিলেন, বাজেট পাসের এখতিয়ার শুধু সংসদের।
সংসদ সদস্যরা মনে করেন, বাজেট প্রস্তাবের অনেক ক্ষেত্রেই জনগণের সুবিধার কথা মাথায় রাখা হয়নি। যার প্রভাব পড়তে পারে একাদশ জাতীয় নির্বাচনে।
কয়েকজন সংসদ সদস্যের প্রশ্ন এতো বিদ্যুৎ উৎপন্ন হলেও, সেহরি আর ইফতার বিদ্যুৎ থাকে না কেন? জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সমস্যা সমাধানে আরও টাকার দরকার।
মূলত বাজেট প্রস্তাব নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা আর সংসদের বাইরের বিরোধী দল-বিএনপিরও সম্ভাব্য আন্দোলনের কঠোর সমালোচনা করেন সংসদ সদস্যরা।